প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ
কলাপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টায় কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদউজ্জামান, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা আ: আউয়াল আকন। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের উপকারভোগীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে যুব উন্নয়নের সদস্যদের শপথবাক্য পাঠ, বিভিন্ন ক্যাটাগরীতে ৮ জনকে মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ ও যাতায়ত ভাতা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.