আব্দুস সোবহান চান,
কাজিপুর (সিরাজগঞ্জ)
কাজিপুর উপজেলার চরাঞ্চলের ৮ নং চরগিরিশ ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার মাটির রাস্তা কাজের উদ্বোধন করা হয়।
১৭ এপ্রিল বুধবার সকালে গ্ৰামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত সহ এবছর চরগিরিশ ইউনিয়নের
সিন্ধুর আটা হাছেন মন্ডলের বাড়ি থেকে গুজাবাড়ি বাধ পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক। এই সময় সকল ওয়ার্ডের মেম্বারগণ এবং এলাকার মুরব্বিগণ উপস্থিত ছিলেন। সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য ১৬ ফুট প্রস্থ ও ৮ ফুট উঁচু রাস্তা সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশনায় নির্মাণ করা হচ্ছে জানান, ইউপি সদস্য আনোয়ার হোসেন।
রাস্তাটি নির্মাণ হলে, কয়েক হাজার মানুষ যাতায়াতে সুবিধা হবে এবং কৃষিজাত পণ্য পরিবহনে উপকারে আসবে জানান ইউপি চেয়ারম্যান।