আব্দুস সোবহান চান,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে যমুনা নদীর পশ্চিম তীর অংশে বীরশুভগাছা গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে আসছে কিছু স্বার্থান্বেষী মহল। বালু উত্তোলনের ফলে হুমকিতে শুভগাছাসহ পার্শ্ববর্তী গ্?ামের বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান ও সহগ্রাধিক বসতবাড়ি। অবৈধ এই বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ সভার আয়োজন করে এলাকার সচেতন মহল।
২৯ জুন শনিবার বিকেলে রতনকান্দি হাটখোলায় শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। তিনি বলেন, স্বার্থান্বেষী কিছু লোক দলীয় ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী হাজার হাজার পরিবার নদী ভাঙ্গনের হুমকির মুখে। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছে, সেখানে জনপ্রতিনিধির নেতৃত্বে নদীর তীর থেকে বালু তোলা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এলাকার আপামর জনসাধারণ এবং সচেতন মহল এই বালু উত্তোলনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সোচ্চার থাকবো। প্রশাসন অবশ্যই সুনজর দিবেন। সভায় আরো বক্তব্য রাখেন, চিলগাছা গ্?ামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিন্টু, শিক্ষক জাহাঙ্গীর আলম তারেক, রতনকান্দি ইউপি সদস্য রফিকুল ইসলাম দুল্লা, শুভগাছা ইউনিয়ন পরিষদ সদস্য মনোয়ারুল ইসলাম মাশু, সাবেক সদস্য শফিকুল ইসলাম, বাহুকা গ্রামের আব্দুস সালাম মন্ডল, সাবেক ছাত্রনেতা আশিক ইমরান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.