আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ):
৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে উল্লেখিত তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল হক। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ও শাহিনুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ সুলতানা হক, মোছাঃ জান্নাতুল ফেরদৌস, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মোছাঃ জুলেখা খাতুন ও মোছাঃ বিলকিস খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৮ মে ইভিএম এর মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।