কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
"ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইদুর দমনে সহযোগিতা চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় ইদুর দমন অভিযান ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারীর অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কামারখন্দ কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা।
এসময় উপজেলার চারটি ইউনিয়নের চার হাজার দুইশত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ও সাড়া বছরে সবচেয়ে বেশি ইদুর নিধন করা কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে, কামারখন্দ অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিশু আক্তার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রান্তুিক কৃষক, শিক্ষক প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.