কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের সামনে রেললাইনের ধারে বুদ্দুর ঢালা এলাকায় ঘরগিন্নি সাপকে রাসেল ভাইপার বলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু মিডিয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এতে করে কামারখন্দের মানুষ বেশ আতঙ্কে রয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে রেললাইনের ধারে বুদ্ধুর ঢালা এলাকায় এই সাপটিকে দেখতে পায় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এই সাপটি আমরা রাস্তার উপর দেখতে পাই। সাপটি খুব একটা বড় নয়। এটা সাপের বাচ্চা হবে। তবে সাপটির চলাফেরা অত্যন্ত বিপদজনক ছিলো। আমরা তো রাসেল ভাইপার চিনি না সাপ হলেই এখন মনে হচ্ছে রাসেল ভাইপার।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, এটা কোনভাবেই রাসেল ভাইপার সাপ নয়।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ভিডিওতে যে সাপ দেখা যাচ্ছে তার সাথে ঘরগিন্নি সাপের মিল পাওয়া যায়। তবে এটা যে রাসেল ভাইপার নয়।