আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বন্যাকবলীত মানুষদের আর্থিক সহায়তার জন্য কামারখন্দের জামতৈল রেলস্টেশনে ত্রান তহবিল সংগ্রহের তিন দিন ব্যাপি একটি অস্থায়ী ক্যাম্প গঠন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে দশটায় প্রত্যায় ব্লাড ডোনেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিার্থীদের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা।
এসময় শিার্থীরা ১০টি বক্স করে ৪-৫ জনের একটা করে টিম বানিয়ে কামারখন্দ উপজেলা সহ পার্শ্ববর্তী বেলকুচি উপজেলায় তহবিল সংগ্রহ করতে যায়। এছাড়াও ষ্টেশনে আগত ট্রেনে যাত্রীদের কাছ থেকেও তহবিল সংগ্রহ করা হয় ।
শিার্থীরা বলেন, আমরা তিনদিন এই অর্থ সংগ্রহ করবো। তারপর এই অর্থ বন্যার্তদের সহযোগিতায় পাঠানোর ব্যব¯’া করবো।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিার্থীরা, প্রত্যয় ব্লাড ডোনেশনের সদস্যবৃন্দ সহ সকল স্কুল কলেজের শিার্থীরা উপস্থিত ছিলেন।