স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কামারখন্দে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ ও আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সেখের চাচাতো ভাই ও সদস্য জামতৈল গ্রামের মৃত.কোবাদ হোসেনের ছেলে পিয়ার মাহমুল (৪৭) এবং উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে ও যুবলীগের সদস্য ও রায়দৌলতপুর গ্রামের আবু হানিফ (৪০)। মামলার এজহারের সূত্রে জানা যায়, গত ২৬ আগষ্ট শামীম হোসেন নামের এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার এজহারে মাধ্যমে আরও জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে আসামীগণ অর্থাৎ আওয়ামীলীগের নেতারা পিস্তল, রাইফেল, ককটেল, তাজা বোমা, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র, রাম দা, ছুরি লোহার রড, জিআইপি পাইপ, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাদের উপর আঘাত করে। এছাড়া আওয়ামী লীগের নেতারা ৩০-৩৫ রাউন্ড গুলি ছুড়ে ও ১০টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আহত হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, পূর্বের মামলায় দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।