স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার মুগবেলাই লুৎফিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম সরকারের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ উঠেছে। লম্পট শিক্ষক কাইয়ুম সরকার উক্ত স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ মারিয়া খাতুন কে যৌন হয়রানী করায় অতিষ্ঠ হয়ে ছাত্রীর মা ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা যায়, গত ৯/৬/২০২৪ ইং তারিখে স্কুলে নাচ শিখানোর অজুহাতে রুমে অন্যান্য ছাত্রীদের বের করে দিয়ে যৌন হয়রানি করে লম্পট শিক্ষক কাইয়ুম সরকার। এতে ভুক্তভোগী ছাত্রী মারিয়া প্রচ- ভয় পায় এবং মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ ব্যাপারে স্কুল ছাত্রী মারিয়ার মা গত ১৩/০৬/২০২৪ ইং তারিখে বাদী হয়ে প্রধান শিক্ষক বরাবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুত সহ দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে অভিযোগ দিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, এই লম্পট শিক্ষক ইতিপূর্বে এরকম ন্যাক্কারজনক ঘটনা বহু ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়ার মা আইসিটি শিক্ষক আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে যৌন হয়রানীর একটি অভিযোগ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ১৩/০৬/২০২৪ ইং তারিখে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেই। তিনি ২৬/০৬/২০২৪ ইং তারিখে সন্তোষজনক জবাব না দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবহিত করেছি। জবাব সন্তোষজনক না হওয়ায় ২৮/০৬/২০২৪ ইং তারিখে ৭ কর্মদিবস সময় দিয়ে আবারো একটি নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের ক্লাশ করতে বিব্রত বোধ করায় শিক্ষককে ক্লাশ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে আমি অবগত রয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনবো। উক্ত শিক্ষক দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। লম্পট শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.