কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৭ হাজার ২৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলমের প্রতীকের প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ১৪ হাজার ১৭৮ ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী আনিসুর রহমান ভূইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ১৫ হাজার ৯৫৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী উম্মে নূর পিয়ারা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা ওয়াজেদ মেরিনা হাঁস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২৪ ভোট। বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি
ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন সুলতানা।