মোঃ হাসান আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে কামারখন্দ ৫০ শস্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য অন্য চিকিৎসা পরিপূর্ণ থাকলেও অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকার সিজারিয়ান অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে।
রবিবার (৩ নভেম্বর ) সকালে সরজমিন গিয়ে দেখা যায় কামারখন্দ ৫০ শস্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর গড়ে দৈনিক ৫০০ জন ও ইনডোরে দৈনিক ৫০ জন রোগী ভর্তি থাকে। চিকিৎসা নিতে আশা একজনকে হাসপাতালের সেবা বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলে। সব সময় ডা.নার্স সেবা দিয়ে যাচ্ছে।
হাসপাতাল পরিস্কার পরিছন্নাতা ভালো,এবং খাবারে মানটাও ভালো। কিন্তু অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকার কারণে বর্তমান সিজারিয়ান অপারেশন বন্ধ হয়েছে গিয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমরা অনুরোধ করি। অতিদ্রুত অ্যানেসথেসিয়া ডাক্তার দেওয়ার জন্য।
এই বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোহাম্মদ ইব্রাহিম কাছে জানতে চাইলে তিনি দৈনিক বাংলাদেশ সমাচার জানান। আড়াই বছর আগে অ্যানেসথেসিয়া ডা. ছিলেন মোঃ রেজাউল করিম
তিনি ১৫ দিন ডিউটি করে তার পরে সে আর আসে না, তাকে জিজ্ঞেস করা হলে তিনি মৌখিকভাবে বলেন আমি থাকবো,লিখিত কনো কাগজ দেননি।সে বেতনে উত্তোলন করেননি
অ্যানেসথেসিয়া ডাক্তার না থাকায় বর্তমান সিজারিয়ান অপারেশন কার্যক্রম বন্ধ আছে। আমি ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুরোধ জানায় যতদ্রুত অ্যানেসথেসিয়া ডাক্তার নিয়োগ দেয়ার জন্য। এ সময় তিনি আরো বলেন চৌরবাড়ী ২০ শস্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পুর্ন নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এখুনো কনো সেবা কার্যক্রম শুরু করা হয়নি। হাসপাতালটি চালু হলে মানুষ দ্রুত সেবা পাবে। তাই আমি দ্রুত হাসপাতালটি কার্যক্রম শুরু করতে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে অনুরোধ জানায়।