মুনছুর রহমান – জয়পুরহাট প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ এক্সট্রা মোহরাব (নকলনবিশ) এসোসিয়েশনের আয়োজনে ২৮ আগস্ট বুধবার সকাল ১১ টায় সারা বাংলাদেশে ৫০৩ টি সাব-রেজিস্টার অফিসের বৈষম্যর স্বীকার কর্মরত নকলনবিশের চাকুরী জাতীয় করণের একদফা এক দাবী বাস্তবায়নে কলম বিরতী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে কালাই সাব রেজিস্ট্রার অফিসের সামনে দাবী বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন নকলনবিশ অফিসের সভাপতি এরফান মৃধা, সহ-সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সাহেব আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার, প্রচার সম্পাদক সাব্বিরুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়ক আবু মাসুদ। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম, শাহানাজ পারভিন, আব্দুল আলিম, শাপলা খাতুন ও ফাতেমা বেগম। এসময় সাব- রেজিস্টার অফিস নকলনবিশ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তাদের বক্তব্য ছিল বালাম বইয়ের প্রতি পৃষ্ঠায় নেওয়া হয় ৬০ টাকা। উক্ত টাকার ভেতর থেকে ২৪ টাকা রাজস্ব খাতে জমা দেওয়ার পর যা থাকে সেই যৎসামান্য টাকা দিয়ে সংসার পরিচালনা করা, সন্তানদের লেখাপড়া, পরিবারের সদস্যদের চিকিৎসা ও অফিস যাতায়াত খরচ বহন করা আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পরেছে। এছাড়াও তারা বলেন চাকুরী জাতীয়করনের একদফা একদাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কলম বিরতি চলবে।