রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে কৃষক কদম আলী শেখ (৫৫) হ?্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হ?রিণবা?ড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নিহত কদম আলী শেখের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে কৃষক কদম আলীকে হত্যা করা হয়েছে। ঘটনার দিন বিকেলে সে হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যায়। রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নারায়নদিয়া তালতলার ফসলি মাঠে তার মরদেহ প?রে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় তার মাথা ফাটানো, পা ভাঙ্গা, নাকে রক্তসহ শরীরে আঘাতের চিহ্ন থাকলেও পুলিশ মামলা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।
কৃষক কদম আলীর হতার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ক?রে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা।
কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, ময়নাতদ?ন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যখন মরদেহ উদ্ধার ক?রেন, তখন তার শরীরে কোন চিহ্ন পান নাই বিধায় হত?্যা মামলা নেন নাই। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নারায়নদিয়া তালতলা এলাকায় মাঠের একটি রসুন ক্ষেত থেকে কদম আলী শেখের মরদেহ উদ্ধার ক?রে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।