মোঃ হামজা শেখ, রাজবাড়ী:
রাজবাড়ীর কালুখালীতে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দক্ষ যুব গড়বে দেশ"বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব , আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাকুরীর পেছনে না ঘুরে সরকারী বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হতে হবে। আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ গ্রহণ করলে নিজে নিজে কিছু করতে পারা যাবে। উদ্যোক্তা হতে হলে যে কোনো সহযোগীতা পেতে উপজেলায় এসে পরামর্শ গ্রহণ করার অনুরোধ করা হলো।
অনুষ্ঠানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাগর কুমার দাস, ওয়েড এর নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টু, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ রানা, সেভ দ্যা হাঙ্গেরী (সাথী) নির্বাহী পরিচালক ডাঃ আবুল হোসেন ও উদ্যোক্তা সাথী পারভীন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ ১২জন যুবককে যুব ঋণের চেক বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.