প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ
কালুখালীতে যোগ দিয়েছেন নতুন ওসি জাহেদুর রহমান
আশিক হাসান সীমান্ত রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে জাহেদুর রহমান যোগদান করেছেন। গত শুক্রবার তিনি কালুখালী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।
নবাগত ওসি জাহেদুর রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২০১৬ সালে পুলিশের ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পান। এরপর ঢাকার এসবি শাখায় কাজ করেন। এর আগে তিনি খুলনা ও ঢাকার মীরপুর শাহ আলী থানায় সাহসীকতার সহিত কাজ করে খ্যাতি অর্জন করেছেন।
তবে ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মজীবন। কালুখালীর নতুন ওসি মো: জাহেদুর রহমান জানান, কালুখালী থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.