ঘাটাইল প্রতিনিধি:
বর্তমান কাঁচা বাজারে চলছে অস্থিতিশীলতা যে কারণে মানুষের মনে প্রশান্তির যথেষ্ট অভাব লক্ষণীয় তাছারা আমাদের দেশের মানুষ কৃষিতে নির্ভর। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই কৃষক শ্রমিক মজুর এবং অল্প আয়ের মানুষ গুলো আজ চরম হতাশায় তাদের দিন পাত চালাচ্ছে একমাত্র দ্রব্যমূল্যের অশুভ সিন্ডিকেট এর কারণে। ব্যবসায়ীদের এই কৌশলগত দ্রব্যমূল্য বেশী নেয়ার প্রবণতা কে কমানোর লক্ষ্যে এ সময়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উদীয়মান প্রগতিশীল তরুণ যুবক এবং জনতা মিলে আয়োজন করেছে ক্রয়মূল্যে কাচাঁ বাজার বিক্রি গত ৩ নভেম্বর রবিবার ২০২৪ইং সকাল ১০টা থেকে ব্যস্ততম ঘাটাইল জামেমসজিদ এর পূর্ব পার্শ্বে ফ্যামিলি বাজারের সন্মুখে এ ভ্রাম্যমান দোকানের আয়োজন করা হয়েছে ।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান আওয়াল বলেন আমরা চেষ্ঠা করছি মানুষদের একটু সহযোগিতা দেয়ার, তার পরিমান সিমীত হলেও মানুষ যেনো একটু প্রশান্তি পায় , মানুষ যেনো এখনো আশা ও ভরসা করার মত পরিবেশ খুঁজে পায়, এমন মহৎ কাজের উদ্দেশ্য আমাদের সঙ্গে জরিত হয়েছে ফ্যামিলি বাজারের পরিচালক মোঃ আল্ রাসেল, শিবলু রাজ, পলাশ, সবুজ, মোঃ রুদ্র, জামাল, সিয়াম, তাওহীদ, বাপ্পী,এখানে খুবিই সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে ডিম, বেগুন,লতি,লাউ,ডিম, বডবডি, পেপে, লেবু, কচু, জলপাই ইত্যাদি।
শিবলু রাজ বলেন, আজ প্রথম দিনে ক্রেতা সাধারণের যথেষ্ট সারা পাওয়া যায় এবং সকলেই খুবিই আনন্দের সহিত কাঁচা বাজার ক্রয় করতে আসে আর আমরাও যথেষ্ট খুশি যেহেতু চাহিদ প্রিয় মানুষ দের মাঝে আমরা কিছু দিতে পেরেছি।