মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন:
আজ ১২ই নভেম্বর ২০২৪ ইং শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ( বিজয় মেলা মাঠে)। মুফতি শাহ সাঈদ নূরের সভাপতিত্বে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ উদ্যোগে শানে রিসালাত সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুর। (সভাপতি খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সম্মেলনে বক্তব্য রাখেন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। হযরত মাওলানা আব্দুল বাছিত খান সিরাজগঞ্জী। হযরত মাওলানা হাসান জামিল ও হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, এবং মানিকগঞ্জের নেতৃবৃন্দ সহ মুফতি শাহ আরেফিন খান সা’দী সাধারণ সম্পাদক খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা।
সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত।
দিনব্যাপী সম্মেলনে বক্তব্যের পর হামদ ও নাত পরিবেশনা করবেন মাওলানা হাবিবুল্লাহ আরমানী পাকিস্তান এবং মুশফিক বিন জামাল।