প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৪:১২ পূর্বাহ্ণ
খানাখন্দে ভরা রায়গঞ্জের আঞ্চলিক সড়কে জনদূরভোগে এলাকাবাসী
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে নিজামগাতী কাঠালতলা পর্যন্ত তিন কিলোমিটার আঞ্চলিক সড়কে ইট ওঠে ছোট-বড় অসংখ্যক গর্তের সৃস্টি হয়েছে। এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ জিবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামপাঙ্গাসী নিজামগাতী আঞ্চলিক সড়কের বিভিন্ন জায়গায় ইট ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃস্টি হয়েছে। এর মধ্যে তজিবরের বাড়ীর সামনে, নুরনবি কবিরাজের মাদ্রাসার সামনে ও মৃত সাকাওয়াত হোসেনের বাড়ীর সামনে। উক্ত তিনটি জায়গায় অধিকাংশ জায়গা জুড়ে ভেঙ্গে পুকুরে চলে গিয়াছে। ফলে যাতায়াতের চরম বিরম্ভনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। উপজেলার নিজামগাতী গ্রামের ইজিবাইক চালক মোঃ হামজেলা বলেন, আমরা নিজামগাতী গ্রামের অধিকাংশ মানুষ এক সময় নিয়মিত গ্রামপাঙ্গাসী বাজারে গিয়ে কাচা বাজার থেকে শুরু করে সকল ধরনের পণ্য কেনাকাটা করতাম। বিশেষ করে শুক্রবার ও সোমবার হাটের দিনে। আগের মতো এখোনো জাঁকজমক পূর্ণভাবে বাজার ও সপ্তাহে দু'দিন হাট লাগলেও যোগাযোগ ব্যবস্হা ভালো না থাকায় ইচ্ছে থাকা সত্তেও আগের মতো বাজার করতে পারি না। এদিকে এলাকাবাসী জানান, নিজামগতী কাঠালতলা থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পডে। এমতাবস্থায় উপজেলার গ্রামবাসী বাজার থেকে চানপাড়া কারিকর পাড়া জামে মসজিদ হয়ে নিজামগাতী কাঁঠালতলা পর্যন্ত জন গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.