আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুরের বিভিন্ন বাজার-মহল্লায় জনসাধারণের সাথে মত বিনিময় কালে এসব মন্তব্য করেন।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমা নেই মন্তব্য করে নাজমুল হাসান তালুকদার রানা বলেন, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে, তাদের মধ্যে যারা এখনও বহাল তবিয়তে আছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্র সমাজের যারা আত্মাহুতি দিয়েছে, তারা শান্তি পাবে না। ৫ আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ যেন একটা কিছু ঘটানোর ষড়যন্ত্র করছে, যাদের নির্দেশে শত শত নিরীহ ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই খুনের নির্দেশদাতা শেখ হাসিনাকে কেন কী ভাবে ক্ষমা করা হয়। রাজনৈতিকভাবে আমি বুঝে উঠতে পারছি না।
এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। তাকে স্বৈরাচারী সরকার দীর্ঘদিন জেল-জুলুম অত্যাচার নিপীড়ন করেছে। এমনকি তাকে মারার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। তবুও তিনি তার নীতিতে অটুট ছিলেন, তার নেতাকর্মীদের ফেলে খুনি হাসিনার মতো কোথাও পালিয়ে যায়নি।