রিপন মিয়া গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গাবতলীর মহিষাবান পেরিরহাট স্মৃতি সংঘের ক্লাবের আয়োজনে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ পেরিরহাট খেলার মাঠে ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব। আরো উপস্থিত ছিলেন এত্র ক্লাবের সভাপতি ও মহিষাবান ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক শাহ, আমজাদ পাইকার, জুয়েল ইসলাম, ফরিদ উদ্দিন, অত্র এলাকার আলহাজ্ব আব্দুল বারি শাহ, ইউনুস মাস্টার, ইসমাইল মাস্টার, ক্লাবের উপদেষ্টা রুবেল আহম্মেদ, ফারুক হোসেন তোতা,বাচ্চু ভাসানী, আমিনুর পাষা, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর মন্ডল, সাজ্জাদ পাইকার, অত্র ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ ,অর্থ সম্পাদক ডালিম হোসেন,ক্রিয়া সম্পাদক নূর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিক ইসলাম প্রমুখ।
পেড়ীহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দেখার জন্য সাধারণ দশকদের কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান অত্র ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক পাইকার। খেলায় হাডাহাডি লড়াই শেষে বিজয়ের হাসি হাসে শাজাহানপুর থানার মাদলা ইউনিয়নের জজগ মালিপাড়া একাদশ । আতিক সুপার ইস্টার ক্লাবকে ২-১ গোলে হাড়িয়েছে জজগ মালিপাড়া ক্লাব।