গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
উপজেলা সোন্দাবাড়ী জুনিয়র একাদশ ক্লাবের উদ্যোগে, সোন্দাবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার সময় ডে-লাইট ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার। সোন্দাবাড়ী গ্রামের সমাজ সেবক কাফি সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ ঠান্ডু, বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজহার মন্ডল, উপ ঠিকাদার ফিজার হোসেন, মহাব্বত আলী, সোন্দাবাড়ী সমাজ সেবক শাহজালাল ইসলাম, তাজমিলুর রব্বানী, জেলাল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রিফাত হোসেন, খেলায় অংশগ্রহণ করে সোন্দাবাড়ী সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। খেলায় সোন্দাবাড়ী জুনিয়র একাদশ ৮ রান। জয় লাভ করে।প্রথমে ব্যাট করতে নেমে জুনিয়র একাদশ ১০ ওভারে ৬৬ রান করে।জয়ের জন্য সিনিয়র একাদশের করতে হতো ৬৭ কিন্তু তার ৫৯ রান করতে সক্ষম হয় ।