প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
গুমানীনদীতে বাঁধ দিয়ে পানি শূণ্যতা সৃষ্টিকরে জীব-বৈচিত্র ও জলজপ্রাণী ধ্বংস করা হচ্ছে
স্টাফ রিপোর্টার
চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সীমান্তবর্তী মির্জাপুর ও অষ্টমনিষা সংলগ্ন গুমানীনদীতে আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে নদী শুকিয়ে অবৈধভাবে মাটি উতোলন করে বিক্রি করা হচ্ছে। ফলে গুমানীনদীতে পানি শূণ্যতা দেখা দিয়েছে। যার ফলে একদিকে যেমন নদীতে পানি না থাকায় শামুক, ঝিনুক, কাকড়া, বিভিন্ন প্রজাতির মাছ,জলজ পাখি, জলজপ্রাণীর বংশ নির্মূল হচ্ছে।
অপরদিকে স্বল্প পানিতে হাঁসগুলো কোন মতন গাঁ- ভিজিয়ে সাঁতার কাটছে। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং একটি রাজনৈতিক দলের পরিচয়ে একটি মাটি ব্যবসায়ি চক্র গুমানী -নদীর আবকাঠামো ধ্বংস এবং নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করছে। অষ্টমনিষা ও নিমাইচড়া ইউনিয়ন পরিষদের অফিস সংলগ্ন নদীতে দিন- রাত ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে পরিবহন করা হলেও ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের কোন পদক্ষেপ নাই। ফলে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে।
অলিলম্বে বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়ে লিখিত আবেদন করে হয়েছে এলাকাবাসী। আবিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.