আশিক সরকার, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দেশের বৃহত্তর টেলিযোগাযোগ কোম্পানী গ্রামীনফোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জাতীয় ভোক্তা অধিকারের অনলাইন অভিযোগ সেন্টারে একটি অভিযোগ দায়ের করেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গণমাধ্যম কর্মী আশিক সরকার ।
শনিবার বেলা ৩টায় অনলাইনের মাধ্যমে অভিযোগটি দায়ের করা হয় ।
অভিযোগ যুত্রে যানা যায়, গত ১৮ই সেপ্টেম্বর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে অফার দেয় ২০জিবি ইন্টারনেট ১২৮ টাকা মেয়াদ ৭ দিন । তার পরিপ্রেক্ষীতে ১৯ শে সেপ্টেম্বর অফারটি ক্রয় করা হয়ে কোম্পানী ৪.৪জিবি দেয় এবং ১৫.৬জিবি বোনাস দেয় । কিন্তু সেখানে বোনাসের ব্যপারে কোন কথা বলা ছিলো না ।
অফিযোগকারী আশিক সরকার বলেন, আমি রেগুলার ইন্টারনেট প্যাকেজ ক্রয় করেছি ২০জিবি । তারা আমাকে ২০জিবি দিয়ে তারপর যদি বোনাস দিতে চায় দিবে । কিন্তু আমার টাকায় কেনা ইন্টারনেট বোনাস হবে কেনো ? আর তাছারা ঐ বোনাস ইন্টারনেটের গতি রেগুলার ইন্টারনেটের চাইতে অনেক কম । তাই আমার মনে হয়েছে এটি প্রতারণা, আমি এর সুষ্ঠু বিচার চাই ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.