ঘাটাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়াতে এবংদিগর ইউনিয়নের কাশতলা ভিটিপাড়া এবং উপজেলা সদর ঘাটাইল বাজারের পশ্চিম পার্শ্বে থেকে এক জনের মোট তিনটি লাশ উদ্ধার করা হয়।
এর মধ্যে দু্ই জনের পরিচয় পাওয়া গেছে। তারা কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন শাহীন এবং চান্দুশী গ্রামের জুলহাস উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে সাজ্জাদ হোসেন শাহীন নামের এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে দুপুর একটার দিকে উপজেলা সদরের সাবেক এক সেনা সদস্যের বাসায় সেপটিট্যাংক পরিস্কার করার সময় জুলহাস উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল খান জানান , ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।