মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন:
১০ই নভেম্বর ২০২৪ইং বুধবার সকাল ৮টায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন ইন্তেকাল করেন ।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
মরহুমের পরিবার সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব হোসেন গত ১৯শে সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে জরুরী ভিত্তিতে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। তিনি মানিকগঞ্জ জনতা ব্যাংকের অবসরপাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। তার বাড়ি পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড পশ্চিম দাসরা।
মরহুম বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা পর বাদ আযর পশ্চিম দাসরা কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব লিটন ঢালী এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মরহুমের কাফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেনের জানাযায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর থানা যুদ্ধকালীন মুজিব বাহিনীর কামান্ডার সারোয়ার আলম, ঘিওর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আফজাল হোসেন খান। জকি, মানিকগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু।
দৈনিক জয় সাগর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন। বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক। বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: এমদাদ হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম। বীরমুক্তিযোদ্ধা ইজাজুল হোসেন বরসাত সহ অনেক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়ার মধ্যেও পরিবারের সদস্য সহ শত শত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ও জানযায় শরীক হন ।