প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১:৩৯ পূর্বাহ্ণ
চাটমোহরে উপজেলা প্রশাসনের গুমানি নদী থেকে সোতী অপসারণ
স্টাফ রিপোর্টার, মো: আশরাফুল ইসলাম :
পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতপুর এলাকায় গুমানি নদীর থেকে অবৈধ সোতিবাধ অপসারণ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম ও থানা পুলিশ এই অভিযান চালায়। এ সময় সোতিবাধ এলাকায় মালিক বা অন্য কাউকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গুমানি নদীর উপরে অবৈধভাবে সোতিবাধ দিয়ে নির্বিচারে চলনবিল অঞ্চলের ছোট বড় মাছ ও জলজ প্রাণী শিকার করা হচ্ছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ সহ গুমানি নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর ভেতরে অবস্থিত সোতিবাধ কেটে ফেলা হয় ও এই কাজে ব্যবহৃত বিশেষ ধরনের জাল আটক করে নিয়ে আসা হয়। এদিন বিকেলে এই জাল গুলোকে পুড়িয়ে ধ্বংস করা হবে। এ সময় এই অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত লোকজনরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.