চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী, জাতীয় শিশু উদজাপন।
মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার, পাবনা,
চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রবিবার সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়, শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরে আনন্দ র্যালী ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বক্তব্য দেন মো: নজিমদদিন মিঞা সভাপতি চাটমোহর পৌর আওয়ামী লীগ, সধারন সম্পাদক মো: জুয়েল মির্জা, মো:সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক চাটমোহর উপজেলা আওয়ামী যুবলীগ,মোঃ হেলাল উদ্দিন সাবেক ছাত্রলীগ সভাপতি চাটমোহর উপজেলা শাখা,সাইদুল ইসলাম পলাশ সাবেক সাধারণ সম্পাদক চাটমোহর উপজেলা ছাত্রলীগ।শ্রমিক লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন,
সভায় বক্তারা বলেন, জাতির পিতা যদি এ মাটিতে জন্ম না নিতেন, তাহলে হয়তোবা আমাদের পরাধীন জীবন যাপন করতে হতো। ৭ই মার্চের জ্বালাময়ী সে ভাষন আমাদের শিখিয়েছিলেন কিভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে নিজেদের অধিকার আদায় করতে হয়। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালবাসতে হয়। বঙ্গবন্ধু ছিলেন বলেই স্বাধীন দেশ হিসাবে আমার বাংলাদেশ পেয়েছি, সেই সাথে জাতীর পিতার আদর্শ বুকে ধারণ করে চলতে হবে।
শেষে বঙ্গবন্ধু, তার পরিবারের নিহত সকল সদস্যসহ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে অনুষ্ঠান শেষ করা হয়।