স্টাফ রিপোর্টসার, মো: আশরাফুল ইসলাম :
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সদস্য নির্বাচিত হওয়ায় ও চাটমোহরে সংস্কৃতি অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় চাটমোহর প্রেসক্লাব করছে দুই নভেম্বর শনিবার বিশিষ্ট নাট্যজন আসাদুজ্জামান দুলাল কে সম্মাননা ক্রেস্ট স্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যায় চাটমোহরের সাংবাদিক, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাট্যজন আসাদুজ্জামান দুলালের বিস্তীর্ণ জীবন নিয়ে আলোচনা করেন আলোচকরা। বক্তারা বলেন চাটমোহরের সংস্কৃতি অঙ্গনকে তথা নাটককে বাঁচিয়ে রাখতে জীবন উজাড় করে কাজ করেছেন আসাদুজ্জামান দুলাল। শত শত নাটক লিখেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় নাট্যোৎসব সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রদর্শিত হয়েছে তার নির্দেশিত নাটক। শিক্ষার্থী থেকে শ্রমজীবী অথবা বেকার সবাইকে নিয়েই তিনি গড়ে তুলেছিলেন চাটমোহরে নাটকের এক বিশাল অঙ্গন। সারা জীবন নাটকের পেছনে দিলেও কোনদিনই কোন কিছুই তিনি আশা করেননি প্রাপ্তি হিসেবে। বাংলাদেশ সরকার যে সম্মান তাকে দিয়েছেন সেটি আসলেই তার পাওনা ছিল। তার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা আব্দুর রহিম কালু, বড়াল রক্ষা আন্দোলনের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ মিয়া, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জিয়ারুল হক সেন্টু, লেখক ও আবৃত্তিকার সজল বিশ্বাস, বিপ্লব আচার্য প্রমুখ। পরে আসাদুজ্জামান দুলালকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।