স্টাফ রিপোর্টার :মো: আশরাফুল ইসলাম :
চাটমোহর ঐতিহাসিক বালুচর খেলার মাঠে আজ (২৭ এপ্রিল শনিবার) সকাল ১১ টা রহমতের বৃষ্টির আশায় ইস্তিস্কার দুই রাকাত নামাজ আদায়, ৬-৭ শত মুসল্লীর উপস্থিতিতে এই নামজ সম্পুর্ন হয়।
নামাজে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং সর্বস্তরের মানুষ। বিশেষ মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ করা হয়।নামাজ পরিচালনা করেন, মুফতি আব্দুল আহাদ,গুরুদাসপুর কওমি মাদ্রাসার মহতামিম, আয়োজনে,পাবনা জেলা ওলামা পরিষদ চাটমোহর সাখা।