যাদব চন্দ্র রায়, বিভাগীয় বু্রাে চীফ, রংপুর :
দিনাজপুর জেলার চিরিরচন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের ভিয়াইল গ্রামের মসজিদ পাড়া নির্বাসী মৃতঃ আজগার আলীর পুত্র মোঃ শাহাজান আলী (৩৮)এর নিকট হতে বিদেশে চাকুরী দেওয়ার নাম করে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় একই ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত অলির পুত্র জয়পুর ফাতেআলী মাদ্রাসার পিয়ন মোঃ রবিউল ইসলাম। দীর্ঘদিন টালবাহানা করে যখন চাকুরী উদ্দেশ্যে বিদেশে যাওয়া হলো না তখন উক্ত পরিমান অর্থ ফেরত চান মোঃ শাহাজান আলী। এদিকে জায়গা-জমি বিক্রি করা এবং ঋণ গ্রহন করা প্রদত্ত অর্থ যখন ফেরত পাননি, তখন কুলকিনারা না পেয়ে ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে আতœ-হত্যার উদ্দেশ্যে বিষ পান করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ৬ আগষ্ট মোটামোটি সুস্থ্য হয়ে বাড়ী ফিরে আসেন। প্রতারক মোঃ রবিউল ইসলামের বাড়ীতে মোঃ শাহাজান আলীর স্ত্রী উক্ত পরিমান টাকা ফেরত চাইতে গেলে ৮ আগষ্ট ২০২৪ ইং তারিখে দুপুরে রবিউল ইসলাম তার দলবল নিয়ে সে মোঃ শাহাজান আলী এর স্ত্রী গলা টিপে ধরেন। বর্তমানে শাহাজান আলীর স্ত্রী চিরিরবন্দর স্বাস্থ্য কমল্পেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এতমাবস্থায় ক্ষতিগ্রস্থ পরিবারটির উক্ত পরিমান অর্থ ফেরতসহ তাদের উপর যে অমানুষিক অত্যাচার চালানো হয় সে জন্য আইনগত ন্যায় বিচার প্রার্থনা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.