মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
চিলাউড়া জগন্নাথপুর রাস্তা প্রসস্ত করন ও সংস্কারের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সাবেক মেম্বার মোঃ ছুরত মিয়ার সভাপতিত্বে
ও রেজাউল করিম রিপন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব?্য রাখেন সাবেক ছাএনেতা সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার ইউকের ভাইস চেয়ারম?্যান এম এ রব, বিশেষ অতিথি বক্তব?্য রাখেন মৌলানা শেরুজ্জামান, স্পেন প্রবাসী যুবনেতা হারুন রশিদ, যুবনেতা মোঃ ছায়াদ মিয়া, যুক্তরাজ?্য প্রবাসী আরজু মিয়া , তুহিন রহমান, রুজেল ইসলাম। প্রধান অতিথির বক্তব?্যে এম এ রব বলেন চিলাউডা জগন্নাথপুর রোড দিয়ে চিলাউডা ইউনিয়ন রাণীগঞ্জ ইউনিয়ন সহ দিরাই উপজেলার লোক চলাচল করে এখানে সুনামগঞ্জ জেলার বড দুটি হাওর নলুয়া ও মই হাওরে লক্ষ লক্ষ মন ধান ও হাজার হাজার মন মাছ উৎপন্ন হয়ে দেশ বিদেশ রপ্তানী করা হয় এখান থেকে সরকার কুটি কুটি টাকা টেস্ক পায় অথচ ১০/১২ বছর যাবত রোডে কোন কাজ না করায় পাকা ভেংগে যাচ্ছে প্রতি দিন জীবনের ঝুকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে যা কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই এ রোডটি দ্রুত সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.