স্টাফ রিপোর্টার:
উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর ইংরেজি বক্তব্য ও বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া ও আশিক সরকার। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ ইংরেজি বক্তব্য প্রতিযোগিতায় গ্রুপ-গ-এ প্রথম স্থান অর্জন করেছেন চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রিয়া এবং বিতর্ক প্রতিযোগিতায় গ্রুপ-গ-এ প্রথম স্থান অর্জন করেছেন এই কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশিক সরকার। তাদের এই সাফল্যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গর্বিত ও আনন্দিত। তারা বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানে পৌঁছে যাক, দেশ ও আমাদের কলেজের নাম আলোকিত করুক।