চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কোদালিয়া বাজার সংলগ্ন অর্ধশত বছরের পুরনো গাছ মাটি নরম হওয়ায় উপড়ে পড়েছে। এতে চৌহালী নাগরপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এঘটনা তাৎক্ষণিক ছড়িয়ে পরলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ, ইউপি সদস্য ও এলাকার যুবসমাজ গাছ কেটে রাস্তা সচল করেন। এতে প্রায় ৩ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। স্থানীয় যুবসমাজ ও গ্রাম পুলিশ গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।
স্থানীয় দোকান ব্যবসায়ি ও পথচারীরা বলেন, বর্ষা মৌসুম অতিবৃষ্টিতে মাটি নরম হলে পুরনো গাছটি উপড়ে পড়ে সড়কে, ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সারে বারটার দিগে গাছটি সড়কের ওপর উপরে পরে, আমি সংবাদ পেয়ে ঘটনা স্থলে এসে পরিষদের গ্রাম পুলিশ ইউপি সদস্য ও যুব সমাজ দিয়ে গাছের অংশ কেটে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। তবে মূল গাছ কাটতে সময় লাগবে বলে জানান তিনি।