প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫ জেলর ৭দিনের কারাদণ্ড
মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ৫ জেলেকে আটক করা হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার খাষকাউলিয়া, বাঘুটিয়া, ঘোড়জান, স্থলচর, সদিয়াচাদপুর, খাষপুখুরিয়া ও উমারপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৪ এর আওতায় চৌহালী উপজেলা ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম, থানা পুলিশ ও ইউএনও প্রতিনিধি প্রমুখ।
অভিযানে প্রায় ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৫ জেলেকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আটককৃতরা হলো উপজেলার উমারপুর ইউনিয়নের ব্রিদাশুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৮), নুর মোহাম্মদ (৩০), মোঃ কুরমান আলী (৩৫), সাদিয়াচাঁদপুর ইউনিয়নের ব্রাম্মনগ্রামের আব্দুল মালেকের ছেলে আমিরুল ইসলাম (৩৮), লাঙ্গলমুরা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ কুদ্দুস মিয়া (৩০)।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.