মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি :
“শত সংগ্রাম ও অজনে গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে চৌহালীতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আ’মীলীগের যুগ্ন সম্পাদক মোল্লা বাবুল আক্তার এর সঞ্চালনায় উপজেলা শাখার সভাপতি সহ এতে নেতা কর্মীরা বক্তব্য দেন। অপরদিকে অস্থায়ী কার্যালয়ে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য ,র?্যালি, আলোচনা সভা,কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২৩জুন রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল রহমান তালুকদার চুন্ন, আঃ হাই ভুট্টো, আঃ হাই নুরী, খাষকাউলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।