চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৫ম পর্যায়ে ২য় ধাপে ভূমি ও গৃহহীন ১২৭টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে চৌহালী সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে উপকার ভোগী ১২৭টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উপজেলায় অন্যন্য ধাপের ৬৬টি সহ মোট ১৯৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি প্রদান করে আপতত চৌহালীকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, সদ্য সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত (পিপিএম), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদুৎ, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.