তীব্র শীত কিংবা ঝড়-বৃষ্টি যাই হোক, সয়ে যেতে হয় নীরবে। ছয় বছর ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করলেও টাকার অভাবে আজ পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। এমন মানবেতর জীবন থেকে মুক্তি চান মতিন-সাবিনা দম্পতি। সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের সড়কের পাশে তাদের বসবাস।
মতিন বলেন, আমি দিনমজুর খেটে খাই। তাও প্রতিদিন কাজ পাই না। মাসে ১৫ থেকে ২০ দিনমজুর খেটে যে টাকা পাই তা দিয়ে সংসার চলে না। তাছাড়া গ্রামীণ ব্যাংক ও আশা সমিতি থেকে ৮০ জাহার টাকা ঋণ নিয়েছি। কিস্তি দিতে হয়। আমার সামান্য রোজগারে ঘর দেওয়া বা মেরামত করা সম্ভব নয়। আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন আমাদের দিকে।
বারুহাস ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য মোছা. রিনা খাতুন বলেন, আমি চেয়ারম্যানকে বলে মাসে ৩০ কেজি চালের ভাতা কার্ড করে দিয়েছি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা আশ্বস্ত বলেন, দরিদ্র পরিবারটির জন্য সহায়তার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.