মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত ৮.৩০ ঘটিকায় অগ্নিকা-ে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তাঁর মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। গত এক সপ্তাহ আগে সাজনা বেগম বসত ঘরটি তালা দিয়ে স্বামীর বাড়িতে চলে যান। রোববার রাত ৮.৩০ টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান আশিক আলী। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকা-ে সাজনা বেগমের দুটি কক্ষ ও পার্শ্ববর্তী আব্দুল জলিলের গরু ঘর এবং লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সাজনা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা। ঘরটি তালাবন্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।