মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সিএনজি চালক সুজিত কুমার দাস (৩০) হত্যাকাণ্ডের মুল হোতাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই তিন জনকে গ্রেপ্তার করে র্যাব-৯।
পরে ছিনতাই হওয়া সিএনজি (অটোরিকশাসহ) ও সুজিত কুমার দাসকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
সুজিত কুমার দাস হত্যার গ্রেপ্তারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে হত্যাকাণ্ডের মুলহোতা আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলী ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তি ও র্যাব-৯ এর সহযোগিতায় আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে গাড়িটি ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আর কোন কোন ব্যক্তি জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে। আজ ২০ নভেম্বর বুধবার আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এঘটনায় গত ১৮ নভেম্বর সোমবার রাতে সুজিত কুমার দাস এর বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।