মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়র পৌরশহরের ২৫ নং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের অপসারণের দাবিতে গ্রামবাসীর বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার রাতে গ্রামের প্রবীণ মুরব্বি মিয়াফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, এলাকার জরিফ উল্লা,রোয়াব ক্বারী, বসর মিয়া, সুন্দর আলী, এরশাদ আলী, জিলু মিয়া, আব্দুল খালিক,সালা উদ্দীন মিটু, আরজদ খান, নুরুল হক, জুলফিকার আহমদ মনি, যুক্তরাজ্য প্রবাসী আওলাদ হোসেন, এলখাছ মিয়া,লিটন মিয়া, তেরা মিয়া, সুলেমান মিয়া, শামিম মিয়া,শাহিন মিয়া, আফরোজ আলী,বাবুল মিয়া,টিটু মিয়া, আফজল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মোশারফ হোসেন মুসার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্গাকারীর অভিযোগও রয়েছে। এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ। যেকারণে বহাল তবিয়তে কর্মস্থলে থেকে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে কটু কৌশলের ফন্দি করছেন। সম্প্রতি গান বাজনা বন্ধের কথা বলে, স্থানীয এলাকাবাসী নিয়ে প্রধান শিক্ষক আমাদের ইউএনও মহোদয়ের কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে গানের বিষয়টি অবহিত করেন। পরে তিনি এলাকাবাসীর স্বাক্ষর নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসে তাঁর পক্ষে একটি লিখিত স্বারকলিপি দেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এঘটনার নিন্দা জানিয়েছে প্রধান শিক্ষকের অপসারন দাবী করেছেন বক্তারা ও গ্রামবাসী।