সুনামগঞ্জের জগন্নাথপুরে জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার দক্ষিণ হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইচপিভি মাসব্যাপি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইসার অরূপ কুমার রায় প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা জানান, সরকারিভাবে বিনামূল্যে এই টিকা ১০ থেকে ১৪ বছরের বিদ্যালয়বহির্ভুত কিশোরী এবং পঞ্চম ও সমমানের শ্রেনীতে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রীদের দেওয়া হবে। মাসব্যাপি এ ক্যাম্পেইন প্রথম দুই সপ্তাহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী দুই সপ্তাহে মাঠ পর্যায়ে এ টিকাদান চলবে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম চালু থাকবে। উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ হাজার ২৯২ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত ৪৭৯ জন কিশোরীর লক্ষ্যমাত্রা নিয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।