মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের আরামনগরে অবস্থিত আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে ১৯ অক্টোবর বিকালে জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল ঠিম সদস্য অধ্যাপক মোঃ আব্দুর রহিম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। হাফেজ মোঃ জোবায়ের হোসেনের কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি রোকনদের উদ্দ্যোশে বলেন আওয়ামীলীগ ষড়যন্ত্র করে পাতানো নির্বাচনেরমাধ্যমে দেশকে ধংস করেছে। আর সেই ষড়যন্ত্রে নিজেরাই পড়েছে। অন্তর্বতী সরকারের প্রতি তিনি বলেন খুবই তারাতারি শেখ হাসিনা সহ সকল দূস্কৃতিকারীদের দেশে ফিরে এনে বিচারের আওতায় আনতে হবে। তিনি উপস্থিত সকল সদস্যদের প্রতি বলেন ইসলামের সুমহান দাওয়াত সকলের মাঝে পৌছিয়ে দিতে ইসলামী আন্দোলনের শপথের কর্মীদেরকে দ্বীন প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার আহবান জানান। সন্মেলনে সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া। মঞ্চ উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েব আমীর এ্যাডঃ মামুনুর রশিদ, মোহাম্মদ হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ,পাঁচবিবি উপজেলা সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, মাওলানা মোঃ আবু জাফর, মাওলানা মাহমুদুল হাসান, কালাই উপজেলা আমীর আব্দুর রউফ।