মুনছুর রহমান -জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবি প্রসঙ্গে জয়পুরহাটে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
২০ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীকে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সহ-সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, প্রচার সম্পাদক রব্বানী, কোষাধ্যক্ষ তামিম হোসেনসহ, সদস্য এ্যাড. আনোয়ার হোসেন রানা, অন্যান্যরা।