শেখ মোঃ এনামুল হকঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জ পৌর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর ২০২৪) সকাল ১০ টায় রায়গঞ্জ পৌর এলাকার ধানঘড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ পৌর
বিএনপির সভাপতি হাতেম আলী সুজন। পরিচালনা করেন, রায়গঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন ও রায়গঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল্লাহ সজল।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম,জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান তালুকদার লেলিন,রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান,রাযগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি তামান্না, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডলসহ রায়গঞ্জ পৌর বিএনপি ও রায়গঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশ যখনি সংকটে পরেছে তখনই জিয়াউর রহমান দেশের সংকটে এগিয়ে এসেছেন। ৭১ এ শেখ মুজিব যখন পাকিস্তানে পালিয়ে গেলো আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে পালিয়ে গেলো ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে আলোর পথ দেখিয়েছেন। স্বাধীনতার পর ৭১ থেকে ৭৫ এর আওয়ামী লীগের শাসনামলে লুটপাট, দুর্নীতি দিয়ে যখন দেশ মহাসংকটে। ৭৫ এর পটপরিবর্তনের পর সিপাহি জনতা ৭ নভেম্বর জিয়াউর রহমান কে মুক্ত করার পর আবারও দেশের সংকটে দায়িত্ব নেন এবং তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশে রুপান্তরিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ কে এইচ মুরাদ,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজিবুল ইসলাম সিদ্দিকী, ডাঃ মাহমুদুল হক,শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ডাঃ অলি উল্লাহ হ্রদয়,ডাঃ উম্মুল খায়ের ফাতেমাসহ বিশেষজ্ঞ ডাক্তারগণ রায়গঞ্জ পৌর এলাকার গরীব দুঃখী অসহায় দুঃস্থ নারী পুরুষদের দিনব্যাপী চিকিৎসা প্রদান করে ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।