আবিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে কর্মস্থলে ফেরায় পুলিশকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও ছাত্রদল। এ সময় পুলিশ লাইন্স, পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপার মিল এলাকায় রাস্তার দুই ধারে ময়লা-আবর্জনা অপসারণ করে তারা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় চলে এই কার্যক্রম।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যবস্থাপনায় ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের দিক নির্দেশনায় সড়কের দুই ধারে পরিস্কার-পরিচ্ছন্নতা শুরু করে শিক্ষার্থীরা। স্থানীয় পুলিশ লাইন্স, পুলিশ ড্রাইভিং ট্রেনিং সেন্টার ও ম্যাপ পেপার মিল এলাকায় চলে এই পরিচ্ছন্নতা কার্যক্রম।
পরে শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের গেটে পুলিশদের চকলেট ও ফুল দিয়ে বরণ করে নেয়। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ইলি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রম ও পুলিশদের ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়াজুর রহমান শুভ, শাহরিয়ার জীবন, শাহরিয়ার শুভ মাহমুদুল হক সৌরভ, মিনহাজ, সোহান, স্বাধীন, আরিফুল ইসলাম, সিয়াম প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রমজান, ওলামা দলের মাওলানা শাকিলুর রহমান, জেলা ছাত্রদলের সুমন, শাকিল, রাশেদ, ইমরান, অনীক, সোহাগ, আরিফ, মৃদুল, সাইদুর, সানি, কাকন, নাহিদ, আকাশ, আবেগসহ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, নিজেদের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এ কাজে সবাই যদি এগিয়ে আসেন তবে পরিবেশ সুন্দর রাখা যায় সহজেই। আমরা শুরু করেছি, আশা করি সবার বোধোদয় হবে।
তারা আরও জানান, পুলিশ ভাইয়েরা আইনশৃঙ্খলা রক্ষার্থে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা তাদের সাধুবাদ জানাই। ফুল দিয়ে তাদের বরণ করে নিলাম। ছাত্রজনতা পুলিশের পাশে আছে এবং থাকবে যাতে তাদের কাজ করা সহজতর হয়।