আবিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ-সমাবেশ হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টিকে উপক্ষো করে পুলিশি পাহারার মধ্যে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে নির্বিচারে আমাদের যে সকল শিক্ষার্থী ভাইবোন, শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এসব হত্যাকা-ের বিচার ও গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই সব দাবিও বাস্তবায়ন চান তারা। একইসাথে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেয়ার কথাও জানান শিক্ষার্থীরা। আইন-শৃঙ্খলাবাহীনির সদস্যদের নজরদারীর মধ্যেই দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আজ পর্যন্ত জামালপুরে ১১টি মামলা হয়েছে। ওইসব মামলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদি হয়েছেন। এসব মামলায় ২৯৫ জনের নাম এবং দুই হাজার ১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সব মিলিয়ে দুই হাজার ৪১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন চার শিক্ষার্থীসহ ৪০ জন রাজনৈতিক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.