এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ (রোববার)। গত বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ দুদিক দিয়েই ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।
মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৪৯ শতাংশ ও ছেলেদের ৯৪ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন ও ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন।
সব শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন। এর মধ্যে অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
এবার এইচএসসিতে মোট ছেলে পরীক্ষার্থী ছিল ৭ লাখ ৩২ হাজার ২৯ জন। এর মধ্যে অংশ নেয় ৭ লাখ ১৫ হাজার ৫১৬ জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৭১ হাজার ২১৫ জন। এর মধ্যে অংশ নেয় ৬ লাখ ৫৬ হাজার ১৬৫ জন। উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১৩৮ জন।
জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। এর মধ্যে ছাত্রী ১ লাখ ২ হাজার ৪০৬ জন ও ছাত্র ৮৬ হাজার ৭৬৩ জন। জিপিএ-৫ পাওয়া মেয়েদের হার ১৫ দশমিক ৬১ শতাংশ, ছেলেদের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.