প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৭:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন মোঃ আইউব
মোঃ হোসেন আলী ছোট্ট :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ জেলা পর্যায়ে কাব শিক্ষক ক্যাটাগরিতে সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। রায়পুর সররকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও জেলা কাব লিডার মোঃ আইউব শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তিনি ছাত্র জীবন থেকে স্কাউটিং কার্যক্রমে জড়িত থেকে স্কাউটের জনক ব্যাডেন পাওয়েলের মন্ত্রে দীক্ষিত হয়ে কাব শাখায় কাব লিডার বেসিক, এডভান্সড, স্কীল কোর্স সমাপ্ত করে ২০১৩ উডব্যাজার আর্জন করেন ও ২০২১ সালে এএলটি হন । বর্তমানে তিনি রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ এ দায়িত্ব পালন করে নিয়মিত প্যাকমিটিংসহ স্কাউট দলের সাথে থেকে উপজেলা স্কাউট কমিটিতে ও জেলা কমিটিতে জেলা কাব লিডার হিসাবে ২০২০ সাল থেকে অদ্যবদি দায়িত্ব পালন করে আসছেন। তিনি স্কাউট ও রোভার শাখায় উডব্যাজ অর্জন করেছেন।
মোঃ আইয়ুব তিনি বলেন, শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সম্মানিত করেছেন। যাদের সার্বিক সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায়, তাঁকে অভিনন্দন জানিয়েছেন, জেলা স্কাউটসের সম্পাদক সরকার ছানোয়ার হোসেন( এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, জেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক শাহিদুর রহমান, ( এলটি) কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ,সহকারী কমিশনার ( জনসংযোগ ও মার্কেটিং মো. লোকমান হোসেন, সহকারী কমিশনার সংগঠন, স্ট্রাটেজিক প্লানিং ও গ্রোথ ও বিধি মো. খালেকুজ্জামান খান, জেলা স্কাউট লিডার মো. মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), সহযোজিত সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: হাসান ইমাম তালুকদার
মোবাইল: 01711412874, 01712197481
ঢাকা অফিস: ৫০/১,পল্টন লাইন, পুরানা পল্টন,পল্টন, ঢাকা।
সিরাজগঞ্জ অফিস: হাউস নম্বর ৪০, মায়া কুঞ্জ, মোক্তার পাড়া, সিরাজগঞ্জ।
Design & Development By HosterCube Ltd.