মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মান করতে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেননি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। তিনি শুক্রবার (১১ অক্টোবার) দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে পৌছালে শুভেচ্ছা স্বরুপ ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর ইচ্ছা ব্যাক্ত করা হয়। সে সময় তিনি বলেন ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মহান শহিদ ও আহত ছাত্র-জনতার সম্মানে আমরা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছি না।’ শুক্রবার বেলা ১২টায় ঝিনাইদহ সার্কিট হাউজে পৌছান অ্যাটর্নি জেনারেল। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকশ দল। পরে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান শৈলকুপার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করবেন।