মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ থানা পুলিশের এক এসআইসহ তিন মাদক কারবারীকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব-৬। সোমবার ভোর রাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এস আই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হবে। তথ্য পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি প্রাইভেট কার আটক করে। পরে ওই প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে এক হাজার ২০১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।